সমাজ বদলে দেওয়া জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান
সমাজ বদলে দেওয়া জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে যা সমাজ থেকে অন্যায়-অপরাধ কমাতে পারে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের আগে-পরের চলচ্চিত্রগুলোর ডিজিটাল সংস্করণ তৈরির তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, সারা দিন কথা বলার পরও অনেকে বাক্স্বাধীনতা নেই বলে সরকারের অযথা সমালোচনা করেন।