শেখ মহিউদ্দিন আহাম্মদ: জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংহ সদরের চুরখাই জামতলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পিতা-পুত্র খুন হয়েছে। এতে আহত হয়েছে একই পরিবারের আরও তিন জন।
পুলিশ জানায়, বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে জেলা সদরের চুরখাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বাড়ির পাশে আব্দুল খায়ের (৬০) ও তার তিন ছেলে স্ত্রীসহ জমিতে পানি দেয়ার সময় প্রতিপক্ষ চাচাতো ভাই কামাল তার ছেলেদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিতা আব্দুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০) কে মৃত ঘোষণা করেন। বাকি আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আবুল হাসেম (৪৫), রিফাত (২২) ও সাঈদ (২০)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই পরিবারের চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বিরোধ মীমাংসার জন্যে জমি মাপা হয়। পরে নিহত আবুল খায়ের তার ছেলেদের নিয়ে বিরোধ সংক্রান্ত জমিতে গেলে তার চাচাতো ভাই কামাল তার ছেলেদের নিয়ে আবুল খায়েরের পরিবারের উপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।