চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরেকটি ভারত সিরিজের আগে আড়ালে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানের বিস্ময়কর বোলিংয়ে ২০১৫ সালে ভারতকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে আরেকটি দ্বিপাক্ষিক সিরিজের আগে আলোচনার কেন্দ্রে থাকতে পারতেন এ পেসার। তবে ভয় ধরানো কাটার, স্লোয়ার আগের মতো কাজ না করায় সিরিজ শুরুর আগে অনেকটা আড়ালে ফিজ।

ওয়ানডে অভিষেকে ৫ উইকেট, পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে মহেন্দ্র সিং ধোনির দলকে নাস্তানাবুদ করেছিলেন মোস্তাফিজ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের শুরুতেই সাজঘরে পাঠিয়ে ২-১এ সিরিজ জয়ে রেখেছিলেন অসামান্য অবদান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০২২ সালে এসে সে সাফল্য শুধুই উজ্জ্বল স্মৃতি। আগের বোলিংটা যে ভুলে গেছেন মোস্তাফিজ! স্টক বোলিং দিয়েই লম্বা করছেন ক্যারিয়ার।

মোস্তাফিজ এখন বাংলাদেশ দলের অন্য বোলারদের মতোই একজন। ক্যামেরার লেন্সও আগের মতো খুঁজে বেড়ায় না তাকে। বোলিং বৈচিত্র্য নিয়ে আলোচনাও নেই সেভাবে।

৭ বছর পর মিরপুরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মোস্তাফিজকে ঘিরে প্রত্যাশা নিয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না। ভারত সিরিজে তাকে ঘিরে প্রত্যাশা হয়ত অন্যান্য বোলারদের মতোই।

‘২০১৫ আর এটা ২০২২ অলরেডি। অনেকদূর পার হয়ে গেছে। প্রত্যেকটা খেলোয়াড়েরই আলাদা করে কিছু লক্ষ্য থাকবে। শুধু মোস্তাফিজ না, আমার মনে হয় আমার যেগুলো বোলার আছে সবাই এখন ওয়েল সেটআপ।’