চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তাগাছায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পানি খাওয়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে ময়মনসিংহের মুক্তাগাছার তারাটি চরপাড়া গ্রামের রফিজ উদ্দিন হত্যা মামলায় আসামি শামসুদ্দিন (৫৫) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিন একই এলাকার মৃত জয়েনুদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সুদীপ্তা সরকার এ আদেশ দেন। সেই সাথে দণ্ডপ্রাপ্ত শামসুদ্দিনকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আদালতে পুলিশ পরিদর্শক ঝুটন বর্মণ মামলার তথ্যে জানান, ২০১৫ সালে ১০ মে দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা তারাটি চরপাড়া গ্রামের রফিজ উদ্দিন বাশেঁর চাটাই বুনন করছিল। কাজের ফাঁকে গুড়ের খোরমা খেয়ে পানির জন্য শামসুদ্দিনের বাড়ির ভিতরে রান্নাঘরে ঢুকে পানি পান করে।

কেন সে রান্নাঘরে ঢুকে পানি পান করলো- এ নিয়ে শামসুদ্দিন বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধারালো শাবল দিয়ে বুকে পিঠে আঘাত করে রফিজ উদ্দিনকে। তৎক্ষনাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিনকে ধরে পুলিশে দেয় স্থানীয় প্রতিবেশীরা।

পরে রফিজ উদ্দিনের ছেলে ফরহাদ মুক্তাগাছা থানায় শামসুদ্দিনকে আসামী করে মামলা দায়ের করে।

মামলাটিতে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক অপরাধি শামসুদ্দিনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

আদালতে সরকারি পক্ষে আইনজীবী সঞ্জীব সরকার ও আসামী পক্ষে আব্দুল গফুর মামলাটি পরিচালনা করেন।