চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনন্তলোকে শিক্ষক-লেখক মুহাম্মদ হায়দার

শিক্ষক, লেখক ও লিটল ম্যাাগাজিন ‘কর্নঝোরা’র সম্পাদক ড. মুহাম্মদ হায়দার আর নেই। বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গেল সপ্তাহে জামালপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহাম্মদ হায়দার। প্রচণ্ড শ্বাস কষ্ট শুরু হওয়ায় গত ১৯ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে জানা যায়, ফুসফুসে পানি ও ক্যানসার ছড়িয়ে গেছে।

মুহাম্মদ হায়দারের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সারে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক আফজালুর রহমান বলেন, ‘মেধাবী গবেষক, বাগ্মী, নিবেদিতপ্রাণ শিক্ষক, সজ্জন প্রিয় মানুষ ছিলেন মুহাম্মদ হায়দার। তিনি কয়েক বছর আনন্দ মোহন কলেজে আমার সহকর্মী ছিলেন। তার মতো বিদগ্ধ মানুষকে এতো দ্রুত হারিয়ে ফেলা সত্যিই দুঃখজনক।’

১৯৬৮ সালের জানুয়ারিতে জামালপুর জেলায় জন্ম গ্রহণ করেন মুহাম্মদ হায়দার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ছোটগল্প (১৯৭১-১৯৯০) শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচ. ডি, অভিসন্দর্ভ রচনা করেন তিনি।

শিক্ষকতা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, আনন্দ মোহন কলেজে। সর্বশেষ তিনি জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সদস্য, বাংলা সমিতির সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (হান্নান- সুলতান পরিষদ) ছিলেন মুহাম্মদ হায়দার। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ছোটগল্প, বাংলাদেশের কবিতায় লোকায়ত জীবন, রবীন্দ্রনাথ: তিনটি ছোটগল্প সহ বেশকিছু বই রচনা করেছেন মুহাম্মদ হায়দার।