চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রীকে ভারত সফরে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

তিনি জানান, সেপ্টেম্বরের শুরুতে শেখ হাসিনা দিল্লি সফর করবেন। তবে তার আগে সফর সফল করতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দু’দেশের স্বার্থে অভিন্ন নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করার প্রস্তাব করেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভারতের সঙ্গে এক সাথে কাজ করার আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী। ভারতও একসঙ্গে কাজ করতে চায় বলে জানান হাইকমিশনার। এ সময় হাইকমিশনার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য শুভেচ্ছা জানান। পদ্মা সেতু শেষ করায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান হাইকমিশনার।