চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক

মুক্তিযোদ্ধা, প্রসিদ্ধ স্থপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোবাশ্বের হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোকবার্তায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তিনি বহু গুণের অধিকারী ছিলেন এবং আবেগের সাথে ক্রিকেটকে অনুসরণ করতেন। সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং খেলার উন্নতির জন্য মূল্যবান পরামর্শ দিতেন।’

‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি স্থপতি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান মোবাশ্বের হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন।

একসময় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলেন মোবাশ্বের। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি তিনি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট ছিলেন।

স্থপতি মোবাশ্বের আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়া (আর্কেশিয়া)-এর প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

স্থপতি হিসেবে তিনি বেশ কয়েকটি প্রশংসনীয় নির্মাণের কাজ করে গেছেন। এরমধ্যে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য। মোবাশ্বের হোসেন বেশ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।