এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ব্যাংককে পর্দা নামলো সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম ‘মিস ইউনিভার্স’ এর ৭৪তম আসর। যেখানে রীতিমত আলোচনা তৈরী করে সেরার মুকুট অর্জন করে নেন মিস মেক্সিকো ফাতিমা বশ। যিনি আয়োজকদের অন্যায্য দাবির বিরুদ্ধে ক’দিন আগেই প্রতিবাদ করে শিরোনাম হয়েছিলেন।
বিশ্বের ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ হিসেবে মুকুট অর্জন করেন তিনি।
এদিকে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে প্রতিযোগিতার শুরু থেকেই আলোচনায় ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ভোটযুদ্ধে তিনি ছিলেন তালিকার উপরের দিকে। তবে শেষ পর্যন্ত তাকে থামতে হয় ‘টপ থার্টিন’-এ!
মিথিলাসহ কোন ৩০ জন পৌঁছান সেমিফাইনালের তালিকায়! এর আগে প্রিলিমিনারি পর্বে ছিল বিচারকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকার, পাশাপাশি ছিল সুইমস্যুট, ন্যাশনাল কস্টিউম এবং ইভিনিং গাউন প্রদর্শনী। এসব বিবেচনায় ‘টপ ৩০’ সেমিফাইনালিস্টদের নাম ঘোষণা করা হয়। যেখানে ছিলেন বাংলাদেশের প্রতিযোগি মিথিলা।
এরপর ঘোষণা করা হয় টপ ১২, তারপর টপ ৫ ফাইনালিস্ট। চূড়ান্ত রাউন্ডে এই পাঁচজন প্রতিযোগী দর্শক ও বিচারকদের সামনে লাইভ প্রশ্নোত্তরে অংশ নেন। শেষে ঘোষণা করা হয় সেকেন্ড রানার-আপ, ফার্স্ট রানার-আপ, এবং নতুন মিস ইউনিভার্স এর নাম।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় মিস ইউনিভার্স এর গ্র্যান্ড ফিনালে। মূল প্রতিযোগিতা শুরুর আগে থাইল্যান্ডের প্রয়াত রানী মাতা সিরিকিট কিটিয়াকারার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যিনি গত ২৪ অক্টোবর ৯৩ বছর বয়সে মারা যান।
গালা উদ্বোধন হয় থাই গায়ক জেফ সাটুর–এর পরিবেশনায়, যেখানে তিনি সাদা পোশাক পরিহিত নৃত্যশিল্পীদের সঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন। এরপর মঞ্চে প্রবেশ করেন বিশ্বের বিভিন্ন দেশের ১২০-এর বেশি প্রতিযোগী।
সাটুরের পরিবেশনার পর প্রতিযোগীরা একে একে মাইক্রোফোনে এসে নিজেদের পরিচয় দেন। এরপর উপস্থাপক পরিচয় করিয়ে দেন বিচারক প্যানেলকে—যারা চূড়ান্তভাবে নির্বাচন করবেন নতুন মিস ইউনিভার্সকে।
বিচারক প্যানেলে যারা ছিলেন
ছালিদা থাওচালির- চিকিৎসক, অভিনেত্রী এবং মিস থাইল্যান্ড ১৯৯৮
ইসমাইল কালা- কিউবান-কানাডিয়ান-আমেরিকান সাংবাদিক ও লেখক
আন্দ্রেয়া মেজা- মেক্সিকোর মিস ইউনিভার্স ২০২০
শ্যারন ফনসেকা- ভেনেজুয়েলার মডেল, অভিনেত্রী ও উদ্যোক্তা
সাইনা নেহওয়াল- ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়
লুই হেরেদিয়া- ফিলিপিনো গায়ক
নাটালি গ্লেবোভা- কানাডার মিস ইউনিভার্স ২০০৫
কর্নেল মিনিয়োথাবো ফ্রান্সিসকা বালোয়ি চিউয়েঙ্গা- আঙ্গোলার সেনা কর্মকর্তা
টপ ৩০ সেমিফাইনালিস্ট হিসেবে যারা ছিলেন
চীন – ঝাও না
থাইল্যান্ড – প্রভিনার সিং
ব্রাজিল – গ্যাব্রিয়েলা লাসেরডা
রুয়ান্ডা – সোলাঞ্জ কেয়িটা
কোত দিভোয়ার – ওলিভিয়া ইয়াসে
কলম্বিয়া – ভ্যানেসা পুলগারিন
ডমিনিকান রিপাবলিক – জেনিফার ভেনচুরা
বাংলাদেশ – তানজিয়া মিথিলা
কিউবা – লিনা লুয়াসেস
জাপান – কাওরি হাশিমোতো
পুয়ের্তো রিকো – জাশেলি আলিসিয়া
নেদারল্যান্ডস – নাতালি মগবেলজাদা
যুক্তরাষ্ট্র – অড্রি একার্ট
ভারত – মানিকা বিশ্বকর্মা
মেক্সিকো – ফাতিমা বশ
ফিলিপাইন – আহতিসা মানালো
জিম্বাবুয়ে – লাইশান্ডা মোয়াস
কোস্টা রিকা – মাহাইলা রথ
মাল্টা – জুলিয়া ক্লুয়েট
ক্রোয়েশিয়া – লাউরা গ্নিয়াতোভিচ
কানাডা – জেইমি ভ্যান্ডেনবার্গ
চিলি – ইননা মল
গুয়েতেমালা – রাচেল পাজ
ফিলিস্তিন – নাদিন আয়ুব
নিকারাগুয়া – ইৎজা ক্যাস্তিয়ো
ফ্রান্স – এভ গিলস
প্যারাগুয়ে – ইয়ানিনা গোমেজ
মিস ইউনিভার্স লাতিনা – ইয়ামিলেক্স হার্নান্দেজ
ভেনেজুয়েলা – স্টেফানি আবাসালি
গুয়াদেলুপ – ওফেলি মেজিনো –হলা








