চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম

সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম তার ব্যবহারকারী শিশু ও তরুণদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে মার্কিন তথ্য গোপনীয়তা নিয়ন্ত্রক ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ ওই মার্কিন কমিশনের।

বৃহস্পতিবার (৪ মে) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মেটাকে শিশুদের তথ্য ব্যবহার করে অর্থ উপার্জন করা থেকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছে এফটিসি।

এফটিসি বলছে, ‘কোম্পানির অনেকটা ইচ্ছাকৃত তরুণ ব্যবহারকারীদের ঝুঁকির মধ্যে ফেলেছে। এছাড়া ফেসবুককে তার ব্যর্থতার জন্য জবাব দিতে হবে।’ সংস্থাটি বলছে, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ‘ফেসবুকের গোপনীয়তা প্রোগ্রামে বেশ কিছু ঘাটতি এবং দুর্বলতা’ পাওয়া গেছে। আর এটি জনসাধারণের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করেছে।

এতে বলা হয়েছে, এর ব্যবহারকারীদের মধ্যে ১৩ বছরেরও কম বয়সী শিশুদেরকে অপরিচিতদের সাথে চ্যাট করার অনুমতি দিয়েছে মেটা কোম্পানি।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও বলছে, ব্যবহারকারী টানা ৯০ দিন অ্যাপ ব্যবহার না করলে মেটা তার অ্যাক্সেস (প্রবেশ) বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। অথচ তৃতীয় পক্ষের যে কেউ তার ব্যক্তিগত তথ্য দেখার সুযোগ পাচ্ছে।

এদিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, এই পদক্ষেপটি একটি ‘রাজনৈতিক স্টান্ট বা কৌশল’।

মেটার মুখপাত্র বলেন, ‘যেখানে টিকটোকের মতো চীনা সংস্থাগুলোকে আমেরিকার মাটিতে বাধা ছাড়াই কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে মেটাকে বাজার থেকে বের করার চেষ্টা করছে’।

এছাড়াও অ্যান্ডি এফটিসির চেয়ারম্যান লিনা খানকে আমেরিকায় ব্যবসার বিরোধিতা করার জন্য অভিযুক্ত করেন।