চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসির বার্সা ছাড়ার কলকাঠি নেড়েছিলেন পিকে

ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউর সঙ্গে দূরত্ব বাড়ায় ২০২০ সালে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। চুক্তির শর্তে আটকে সেবছর আর ছাড়া হয়নি। পরেরবছর কোপা আমেরিকা জিতে মেসি চেয়েছিলেন বার্সাতেই থাকতে। কিন্তু এবার মেসিকে না বলে দেয় কাতালান ক্লাবটি। স্পেনে নতুন খবর, মেসির বার্সা ছাড়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন পিকে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা দেশটির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক পিপি এস্ট্রাডার বরাতে তথ্যটি জানিয়েছে। লিখেছে, ‘অশ্রুমাখা নয়নে বার্সা ছাড়ার সময় মেসি ড্রেসিংরুমে ব্ল্যাকবোর্ডে ‘জুডাস’ (বিশ্বাসঘাতক) শব্দটি লিখে যান। শব্দটি সাবেক সতীর্থ জেরার্ড পিকেকে ইঙ্গিত করেই লিখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।’

‘ওই সময় মেসি আর্জেন্টিনা থেকে স্পেনে আসার আগেই আর্থিক নীতির বিষয়টি মিটমাট হয়ে যায়। বার্সার কর্তাদের সঙ্গে তখন এক হয়ে পেছন থেকে কলকাঠি নাড়েন পিকে।’

‘মেসি থাকতে চান না এমন বার্তাও পিকে জানিয়ে দেন তাদের। মেসি যখন ফিরেছিল তখন আর কোনো পথ খোলা ছিল না। বিষয়টি অন্য এক সতীর্থের কাছ থেকে জানতে পেরেছিলেন মেসি।’

‘এ ঘটনায় মেসি খুব কষ্ট পেয়েছিলেন। তাই বিদায়ের দিন লকাররুম থেকে নিজের জিনিসপত্র গোছানো শেষ করে পাশের ব্ল্যাকবোর্ডে বড় করে ‘জুডাস’ শব্দটি লিখেছিলেন। পরে জর্ডি আলবাকে পিকে জিজ্ঞেস করেছিলেন, শব্দটি কে লিখেছিল এবং কার জন্য? আলবা তখন মেসির নাম বলেছিলেন।’