ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো পর্যবেক্ষণ করেছেন, বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখন ‘বেশ খুশি’। এ মৌসুমে পিএসজি ছেড়ে আসার পর তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছেন আর্জেন্টাইন কোচ।
আগে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনায় মার্টিনোর অধীনে খেলেছেন মেসি। কিন্তু বিশ্বকাপ জয়ের পর ইন্টার মিয়ামিতে যোগ দেয়া মেসির মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখছেন ৬০ বর্ষী মার্টিনো।
কী ধরনের পরিবর্তন এসেছে সে সম্পর্কে মার্টিনো বলছেন, ‘এটা মাঠেই দেখেন, আমার কিছু বলতে হবে না। কিন্তু সে এখন অনেক শান্ত, বেশ খুশি। সুখী হওয়ার সাথে সাথে সে যেখানে ছিল সেখানেই আছে।’
ফরাসি জায়ান্টদের সাথে দুবছরের চুক্তি শেষে ফ্রি-এজেন্ট হয়ে মিয়ামিতে যোগ দিয়েছেন ৩৬ বর্ষী মেসি। মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারও করছেন। লিগ কাপের পাঁচ ম্যাচে নেমে ৮ গোল করে ফেলেছেন।
মার্টিনো বিশ্বাস করেন মেসির থেকে সর্বোচ্চ পারফরম্যান্স পেতে এই ‘শান্ত’ মেসিকেই তার দরকার।
বিজ্ঞাপন