চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লেবানন পরীক্ষা দিয়ে সাফ শুরু বাংলাদেশের

KSRM

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই বসবে সাউথ এশিয়ার বিশ্বকাপখ্যাত ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। টুর্নামেন্টে প্রথমবার যুক্ত হওয়া লেবাননের বিপক্ষে ২২ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে নামবে। ২৮ জুন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভুটান।

Bkash July

স্বাগতিক ভারত ‘এ’ গ্রুপে পড়েছে। তাদের গ্রুপে নেপাল ও পাকিস্তানের সঙ্গে রয়েছে সাফে নতুন যুক্ত হওয়া কুয়েত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুয়েত ও নেপাল। একইদিন দর্শকরা দেখবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ।

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালে যাবে। সেমির ম্যাচ দুটি হবে ১ জুলাই। ৪ জুলাই হবে ফাইনাল।

Reneta June

সাফে অংশ নিতে চলা দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে তারা ৯৯তম স্থানে। আরেক অতিথি দল কুয়েতের ফিফা র‌্যাঙ্কিং ১৪৩-এ আছে।

ভারত ১০১তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম ও পাকিস্তান ১৯৫তম স্থানে আছে।

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২১ জুন: কুয়েত-নেপাল (বিকাল ৪টা)
ভারত-পাকিস্তান (রাত ৮টা)

২২ জুন: বাংলাদেশ-লেবানন (বিকাল ৪টা)
মালদ্বীপ-ভুটান (রাত ৮টা)

২৪ জুন: কুয়েত-পাকিস্তান (বিকাল ৪টা)
নেপাল-ভারত (রাত ৮টা)

২৫ জুন: বাংলাদেশ-মালদ্বীপ (বিকাল ৪টা)
ভুটান-লেবানন (রাত ৮টা)

২৭ জুন: নেপাল-পাকিস্তান (বিকাল ৪টা)
ভারত-কুয়েত (রাত ৮টা)

২৮ জুন: লেবানন-মালদ্বীপ (বিকাল ৪টা)
বাংলাদেশ-ভুটান (রাত ৮টা)

প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল
১ জুলাই: গ্রুপ এ চ্যাম্পিয়ন-গ্রুপ বি রানার্সআপ (বিকাল ৪টা)
গ্রুপ বি চ্যাম্পিয়ন-গ্রুপ এ রানার্সআপ (রাত ৮টা)

ফাইনাল
৪ জুলাই: প্রথম সেমিফাইনাল জয়ী-দ্বিতীয় সেমিফাইনাল জয়ী (রাত ৮টা)

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View