মেজর লিগ সকার সামনে এনেছে ২০২৫ সালে ফুটবলারদের বেতন। লিগটিতে সবচেয়ে বেশি বেতন পান ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার পরই আছেন সাউথ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তবে সনের সাথে মেসির বেতনের পার্থক্য অনেক।
মেসিকে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন দেয় ইন্টার মিয়ামি। গ্রীষ্মের দলবদলে লস অ্যাঞ্জেলেস এফসিতে ঠিকানা করা সন পাচ্ছেন ১১.৫ মিলিয়ন ডলার। দুজনের পরেই সবচেয়ে বেশি বেতন পান মেসির সতীর্থ সার্জিও বুসকেটস।
স্প্যানিয়ার্ড বুসকেটস বেতন পান ৮.৭৮ মিলিয়ন। আটালান্টা এফসির প্যারাগুয়ে তারকা মিগুয়েল আলমিরনের বেতন ৭.৮৭ মিলিয়ন। যা মেজর লিগ সকারে চতুর্থ সর্বোচ্চ।
মেক্সিকোর হার্ভিং লোজানোকে স্যান ডিয়েগো বেতন দেনয় ৭.৬৩ মিলিয়ন। সুইডিশ এমিল ফোরসবার্গ বেতন পান ৬.০৪ মিলিয়ন।
মেসির সতীর্থ জর্ডি আলবা পান ৬ মিলিয়ন। এলএ গ্যালাক্সির আরেক স্প্যানিয়ার্ড রিকি পুয়েগের বেতন ৫.৭৮ মিলিয়ন।








