চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাসানচরে রোহিঙ্গা বিষয়ে ন্যাশনাল টাস্কফোর্সের সভা

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বিষয়ে ন্যাশনাল টাস্কফোর্সের ৪০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভাসানচরের মাল্টিপারপাস বিল্ডিংস্থ কনফারেন্স রুম এই সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল টাস্কফোর্সের ৪০ তম সভা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ন্যাশনাল টাস্কফোর্সের প্রধান জনাব মাসুদ বিন মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

টাস্কফোর্স সভায় ন্যাশনাল টাস্কফোর্সের প্রধান ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মায়ানমার), মিয়া মোহাম্মদ মইনুল কবির, মহাপরিচালক (ইউএন) তৌফিক ইসলাম সাতিল, পরিচালক (এফএসও) মোহাম্মদ জোবায়েদ হোসেন, পরিচালক (মায়ানমার) মোহাম্মদ বারিকুল ইসলাম, সহকারী সচিব (মায়ানমার) রাজেশ ভৌমিক,সিনিয়র সহকারী সচিব ( মায়ানমার উইং) নাবিলা নওশিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কো-অর্ডিনেশন) মোহাম্মদ আমিনুল ইসলাম, এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এন এম বজলুর রশিদ,বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম রায়হান আক্তার, একই মন্ত্রণালয়ের জ্বালানী বিভাগের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রি ফিউজী সেল) মোহাম্মদ হাছান সারওয়ার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী প্রমানিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সারওয়ার মোর্শেদ চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ডাঃ আবুল কাশেম মোহাম্মদ কবির, ডিআইজি (এফডিএমএন) মোহাম্মদ জামাল হাসান, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হায়দার, কক্সবাজর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান, ডিজিএফআই কক্সবাজারের ডেট কমান্ডার কর্ণেল খোন্দকার তরিকুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, ভাসানচর প্রজেক্টের বিদায়ী প্রজেক্ট ডাইরেক্টর কমোডর রাশেদ সাত্তার, বর্তমান প্রজেক্ট ডাইরেক্টর ক্যাপ্টেন হাবিব উল আলম ছাড়াও ২জন বিদেশী ইউএন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার প্রথমার্ধে সভাপতির সূচনা বক্ত্যের পর এএফ ডিএমএন’সদের সার্বিক বিষয়ে ইউএনএইচসিআর কর্মীগণ বক্তব্য রাখেন।

দ্বিতীয়ার্ধে সভায় উপস্থিত ন্যাশনাল টাস্কফোর্স সদস্যগন কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পের সমস্যা, অবকাঠামো, বিদ্যুৎ, ভাসানচরে ফিসারী প্রজেক্ট প্রতিষ্ঠাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা পূর্বক তথায় বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মাদকের সাথে জড়িত হওয়া, রোহিঙ্গাদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।