চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমবাপের কাছে সবকিছুর আগে পিএসজি

পিএসজিতে চুক্তি বাড়ানোর শর্তে বেশকিছু ক্ষমতা পেয়েছেন কাইলিয়ান এমবাপে। ফেঞ্চম্যানের সেই প্রভাবশালী ভূমিকা নিয়ে গুঞ্জনের ডালপালা অনেকদূর ছড়িয়েছে। বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, তার কাছে সবার আগে ক্লাব।

রিয়াল মাদ্রিদের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে প্যারিসেই থিতু হয়েছেন এমবাপে। চুক্তি বাড়ানোর শর্তে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো, তারকা ফরোয়ার্ড নেইমার ও কোচ মাউরিসিও পচেত্তিনোকে বের করতে দিতে চেয়েছিলেন।

এপর্যন্ত দুটো জায়গায় পরিবর্তন এসেছে। বাকি শুধু নেইমার! তবে এসব বিষয়ে হস্তক্ষেপ করেননি বলেই জানিয়েছেন এমবাপে। সবার আগে নিজের পারফরম্যান্স ও ক্লাবের ভালো কিছুই ভেবে দেখবেন।

‘শুধু আমিই প্রকল্পে আসলাম, ভিত্তিতেও ছিলাম না। তবে যেসব পরিবর্তন হতে যাচ্ছে, ভালো কিছুই ঘটতে যাচ্ছে। ক্লাব সবার আগে আসবে। এটা আমার প্রকল্প নয়। এখানে আমার আগে বা পরে সবসময় পিএসজি থাকবে। দালান গড়তে পাথর বহন করা শ্রমিকের মতোই কাজটা করব।’

‘পিএসজি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ! সমর্থকদের খুব কাছের হতে এখনও হয়ত পর্যাপ্ত সময় পাইনি। সবার আগে পারফর্ম করতে চাই। কিন্তু ক্লাব আমার কাছে আরও অনেক কিছু চায়, সেটা সবাই জানেন।’ বলছেন এমবাপে।