ভারতের গোয়া রাজ্যের আরপোরা গ্রামের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নাইটক্লাবের রান্নাঘর ও ভেতরের অংশে। ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীরা রাতভর উদ্ধারকাজ পরিচালনা করেন।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরার অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন বেড়ে সেই সংখ্যা হয়েছে ২৫ জনে।
মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে পর্যটক এবং রান্নাঘরের কর্মী রয়েছেন। তিনজন আগুনে পুড়ে মারা গেলেও বাকিরা শ্বাসরোধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, নিচু একটি ভবন থেকে আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া উঠছে, আর উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের নিয়ে ছুটে যাচ্ছেন জরুরি যানবাহনের দিকে।
একজন স্থানীয় নিরাপত্তারক্ষী ভারতীয় সংবাদমাধ্যমে জানান, হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাই। পরে জানতে পারি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে এক্স-এ লিখেছেন, আরপোরার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতদের প্রতি দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।







