
লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এ কীর্তি গড়েন টাইগারদের সাবেক অধিনায়ক।
আগের কীর্তিটি ছিল ব্যাটার মোহাম্মদ আশরাফুলের, ৩৭ বছর ২৫৮ দিন বয়সে মোহামেডানের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। রেকর্ডের দিনে মাশরাফীর বয়স ৩৯ বছর ১৭৩ দিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন ম্যাশ।
সাবেক অধিনায়কের ধারেকাছে আছেন কেবল একজন, সেই আব্দুর রাজ্জাক আগেই অবসরে গেছেন ৪১২ উইকেট নিয়ে। ৫ বা তার বেশি উইকেট নেয়ার ক্ষেত্রে অবশ্য এগিয়ে বাঁহাতি স্পিনার রাজ্জাকই। তিনি নিয়েছেন ৯ বার, মাশরাফীর হল ৭ বার।
মাশরাফীর তোপে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে মোহামেডানের ইনিংস। ৮.৪ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাশ। মেডেন ৩ ওভার, ইকোনমি রেট দুইয়ের কম, মাত্র ১.৯৬। জবাবে রূপগঞ্জ ১০ উইকেটের বড় জয়ে মাঠ ছেড়েছে।

৪ ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে এবারের আসরে এপর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফী।