চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফী

আসছে সেপ্টেম্বরে মাঠে গড়াতে চলা লিজেন্ডস ক্রিকেট লিগে (এলএলসি) খেলবেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ছাড়াও আসরটির দ্বিতীয় সংস্করণ মাতাবেন কিংবদন্তি স্পিনার হরভজন সিং, ক্যারিবিয়ান লেন্ডল সিমন্সের মতো একঝাঁক তারকা।

বাংলাদেশের অন্যতম সফল ওয়ানডে অধিনায়কের অংশ নেয়ার বিষয়টি জানিয়েছেন লিগের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও রামন রাহেজা। মাশরাফী-হরভজনসহ আসর রাঙাবেন ১১০জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। চারটি দলে ভাগ হয়ে একে অন্যের সঙ্গে লড়বেন তারা।

রামন রাহেজা বলেছেন, ‘আন্তর্জাতিক কিংবদন্তি হরভজন সিং, মাশরাফী বিন মোর্ত্তজা, সিমন্স এবং দীনেশ রামদিনের খেলা নিশ্চিত হওয়া লিগের দ্বিতীয় মৌসুমের জন্য অকটেন শক্তি নিয়ে আসবে।’

মাশরাফীদের সঙ্গ খেলবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান, ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, অস্ট্রেলিয়ান সাবেক স্পিডস্টার ব্রেট লি, সাবেক অফস্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনরা।

সেপ্টেম্বরের ২০ তারিখে মাঠে গড়াবে এলএলসি আসরের দ্বিতীয় সংস্করণ। ২০ দিনব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে ১০ অক্টোবর। আগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক তারকারা তিন দলে ভাগ হয়ে মাতিয়েছিলেন উদ্বোধনী আসর।