প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে রেকর্ড গড়েছেন লিও মারশা। সাঁতার কিংবদন্তি মাইকেল ফিলিপসের রেকর্ড গড়ে স্বাগতিকদের তৃতীয় সোনা এনে দিয়েছেন এই সাঁতারু।
৪০০ মিটার ব্যক্তিগত মেডলি ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশা। অলিম্পিকে এই ইভেন্টে রেকর্ড এটি। ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড নিয়েছিলেন মাইকেল ফিলিপস। ২০২৩ সাল বিশ্ব রেকর্ডও ছিল এটি। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে মারশাই রেকর্ডটি ভাঙেন। এবার ফিলিপসের সামনেই অলিম্পিকে তার রেকর্ড ভাঙলেন ফরাসি তারকা।
ইভেন্টে রৌপ্য জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।







