চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইউনাইটেডের কাছে হার ‘লজ্জাজনক’: জাভি

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রথম লেগে ড্রয়ের পর ফিরতি লেগে ২-১ গোলে হেরে শেষ ষোলোর আগেই বিদায় নিয়েছে জাভি হার্নান্দেজের দল। এমন হারকে লজ্জাজনক বলছেন স্প্যানিশ জায়ান্টদের কোচ।

ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার রাতে রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। পরে দুঃখ প্রকাশ করে জাভি বলেছেন, ‘সমতার গোলটি আমাদের ক্ষতি করেছে। প্রথমার্ধে আমরা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারিনি। এমন হওয়ার কথা ছিল না।’

‘এটি আমাদের জন্য বড় হতাশার। এটা লজ্জাজনক, আমরা তা ভুলে সামনের দিকে এগোতে চাই। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমাদের সেরাটা দিয়েছি।’

বাদ পড়লেও গত মৌসুমের চেয়ে ইউরোপে বার্সেলোনার উন্নতি হয়েছে বলে মত জাভির, ‘অনুভূতি হচ্ছে আমরা গত মৌসুমের চেয়ে বেশ ভালো করেছি।’

ইউরোপের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতায় শেষ ষোলো উতরাতে না পারলেও পরের মৌসুমে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন জাভি।

‘আশা করি আগামী মৌসুমে ভালো কিছু হবে। আগের মৌসুমে ইউরোপে আমরা তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। এবছর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের বিপক্ষে লড়েছি। অন্যদিকে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও আমরা খেলেছি। কিন্তু আরও ভালো করা দরকার ছিল।’

Labaid
BSH
Bellow Post-Green View