চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্ষণে অভিযুক্ত ম্যান সিটি তারকার জামিন

১৩৪ দিন পর ছাড়া পেলেন বেঞ্জামিন মেন্ডি

পাঁচ নারীর আনা সাত ধর্ষণ ও এক যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন মেন্ডি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। চলতি মাসের ২৪ জানুয়ারি পর্যন্ত মুক্ত থাকবেন ফরাসি বিশ্বকাপজয়ী ও ম্যানচেস্টার সিটির এ ডিফেন্ডার।

শুক্রবার সন্ধ্যায় ইংল্যান্ডের একটি আদালত পাসপোর্ট জমা রাখার শর্তে মেন্ডিকে জামিন দেন। গত বছর আগস্টের ২৪ তারিখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩৪ দিন জেলে কাটিয়েছেন সাবেক মোনাকো ডিফেন্ডার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

জানুয়ারির ২৪ তারিখ ফ্রেঞ্চ বিশ্বকাপজয়ী তারকার পরবর্তী শুনানি জারি করেছে আদালত। ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন অত্যাচারের আটটি অভিযোগ রয়েছে।

মেন্ডিকে ছাড়াই প্রিমিয়ার লিগে নিজেদের চূঁড়ায় তুলেছে গার্দিওলার শিষ্যরা। ২১ ম্যাচে ১৭ জয়ে ৫৩ পয়েন্ট সিটিজেনদের। লিগ টেবিলের দুইয়ে থাকা চেলসি (৪৩) তাদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলে রক্ষণভাগের অন্যতম তারকা ছিলেন মেন্ডি। ২০১৯ সালে ৫২ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে ম্যান সিটিতে এসেছিলেন তিনি। ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০টি ও সিটিজেনদের হয়ে ৭৫টি খেলেছেন মেন্ডি। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার খেলাতে নিষেধাজ্ঞা দিয়েছে গার্দিওলার দল।