কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী অসহায়, দুস্থ, পথচারী, দিনমজুর, রিকশাওয়ালাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
রাজধানীর মিরপুর ন্যাশনাল স্কুল মাঠের প্রাঙ্গণে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও ১নং সদস্য ফায়সাল আহমেদ চৌধুরী সৌজন্যে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল মিরপুর থানার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী নাজিমুদ্দীন জয়, সহ-সভাপতি মো. আলামিন, সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আবিদ হাসান লিমন, তারিকুল ইসলাম শাওন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ, শাহ্ আলী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক জারিফ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সুমন, সাজ্জাত, সুজন, আলি, সাকিন, শাহরিয়ার, খাইরুল তামিম ও তারেক প্রমুখ।