যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, যথাসময়ে প্রকাশ: গওহর রিজভী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য ছিল দেশকে স্বাধীনতা-পূর্ব রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ও বাঙালি জাতীয়তাবাদভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে বিরত রাখা। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এগুলোর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং যথাসময়ে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন