চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আগামী মাস থেকে লোডশেডিং কমানো হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী মাস থেকে লোডশেডিং কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে তিনি জানিয়েছেন, অক্টোবর থেকে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কে চায় মানুষকে ভুক্তভোগী করতে? এটা সাময়িক, বিদ্যুৎ বিভাগ মনে করছে, আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে অর্ধেকেরও কম লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ের জন্য এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে।