চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড় সিরিজে নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে মিরপুরের সংবাদ সম্মেলনে প্রথমবার এলেন লিটন দাস। নিজের ব্যাটিং শৈলীর মতোই সাবলীলভাবে উত্তর দিলেন একের পর এক প্রশ্নের। সংবাদ সম্মেলন দীর্ঘ হলেও তা ছিল বেশ উপভোগ্য।

শুরুতেই জানতে চাওয়া হয় ওয়ানডে অধিনায়ক হিসেবে অনুভূতির কথা। লিটন বললেন, ‘ধন্যবাদ বিসিবিকে, আমাকে এই সুযোগটি দিয়েছে অধিনায়কত্ব করার জন্য। আমি রোমাঞ্চিত এত বড় একটা সিরিজে। চেষ্টা করব আমার যতটুকু সামর্থ্য আছে তা নিংড়ে দেয়ার। খেলোয়াড় হিসেবে যখন খেলি তখন যে দায়িত্ব থাকে তা থেকে বাড়তি কাজটা থাকবে সবাইকে গাইড করা, এর থেকে বেশি কিছু না।’

ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়ায় দায়িত্ব পান লিটন। সিরিজটি ভারতের বিপক্ষে হওয়ায় এ ওপেনারের নেতৃত্বগুণ পরখেরও সুযোগ থাকবে।

২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন লিটন। এবার তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন।