
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তানজিন তিশা। তাকে বহন করা নিজের গাড়িটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে আহত হন তিশা। এরফলে অভিনেত্রীর গাড়িটির বেশখানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিশা। বর্ণনা দেন ভয়াবহ দুর্ঘটনার! তবে কোথায় এ দুর্ঘটনা ঘটেছে, তা জানাননি অভিনেত্রী।
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জানিয়ে তানজিন তিশা ফেসবুকে লেখেন,“বৃহস্পতিবার রাতের কথা আমি ভুলতে পারবো না।”
তিনি জানান, একটি ট্রাক তিশার গাড়িটিকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দিয়েছে। অভিনেত্রীর ভাষ্য,“এই গাড়িটা আমার খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছিলাম। ফলে এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।’

তবে সবকিছুর পরেও তিনি নিজে নিরাপদে আছেন, এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান তানজিন তিশা।
বিজ্ঞাপন