চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়েতে আরও জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত বাংলাদেশ

কুয়েতে আরও বাংলাদেশী জনশক্তি রপ্তানি করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে, কুয়েত জনশক্তি, মন্ত্রনলায়ের মহাপরিচালক  ড. মোবারক আল আজমী ও তার প্রতিনিধিদলের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, তার দেশ বাংলাদেশ কুয়েত রাজ্যে জনশক্তি, বা জনবল দিতে সব সময় প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশী শ্রমিক নিয়োগে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার কথা আশাবাদ ব্যক্ত করেন। দেশটির স্হানীয় দৈনিক আল কাবাস এ তথ্য জানিয়েছে।

Bkash July

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, তার দেশ থেকে অধিক জনশক্তি, কর্মী নিয়োগে দুই দেশের আগ্রহের ওপর জোর দেন এবং শ্রমিক নিয়োগে বাংলাদেশের শতাংশ বৃদ্ধি করার কথাও জানান।

অপর দিকে কুয়েত জনশক্তি মন্ত্রনলায়ের প্রতিনিধি দল, কুয়েত ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের প্রশংসা করে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার নিশ্চিত করেন।

Labaid
BSH
Bellow Post-Green View