চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নবীনদের বরণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

KSRM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের একযোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত থেকেই বিভাগের প্রবীন শিক্ষার্থীরা  বিভাগ ও ক্লাসরুম সাজিয়ে রেখেছিলেন।

রোববার ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Bkash

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী নিলয় সরকার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আসার পর থেকে বড় ভাইরা সার্বিক সহযোগিতা করছেন। আমাদের বরণ করে নিতে তারা যেভাবে দায়িত্ব নিয়েছেন তা আমাদের আনন্দিত করেছে।

আরেক নবীন শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, নতুন পরিবেশে আসার পর বাড়ির জন্য একটু মন খারাপ করলেও বড় ভাইদের সাথে থেকে এখন উপভোগ করছি। এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা ক্যাম্পাসে পড়াশোনার একটি সুস্থ পরিবেশ পাবো।

Reneta June

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিন্নভাবে অনেক কিছু করেছি যা অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের অনুসরণ করছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। এ যাত্রায় শিক্ষার্থীদের সহায়তা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর শিক্ষার্থীদের জোর দেওয়ার তাগিদ দেন উপাচার্য ।

আগে সকাল ১১ টায় গত বছরের ধারাবাহিকতায় এ বছরও নবীন শিক্ষার্থীদের জন্য বুকলেট উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View