চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুটবলে মেসি, ক্রিকেটে সর্বকালের সেরা কোহলি

বলছেন শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার পারভেজ মারুফ

থিরুভান্নাথাপুরমে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন, করেছিলেন তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচেও। ম্যাচসেরা-সিরিজসেরা হয়েছেন। গত চার ম্যাচে করেছেন তিন সেঞ্চুরি। ঘরের মাঠে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, দুর্দান্ত ফর্মে থেকে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কয়েকটি রেকর্ডে। এমন পারফরম্যান্সের পর লঙ্কান সাবেক অলরাউন্ডার পারভেজ মারুফ বলছেন, ফুটবলে মেসি হলে ক্রিকেটে সর্বকালের সেরা কোহলিই।

‘ফুটবলে লিওনেল মেসি যদি সর্বকালের সেরা হন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে আমার কাছে বিরাট কোহলি ঠিক সেটাই। ওয়ানডেতে ডেথ ওভারে যখন সে ব্যাটে থাকে, রানের চাকা তার চেয়ে কে বেশি সচল রাখতে পারে? যা সে রোববারও করেছে, কোহলি নিজেকে অপরিহার্য প্রমাণ করেছে।’

শুধু খেলার জগতে নয়, যেকোনো ক্ষেত্রে সর্বকালের সেরা কে তা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। বাস্তবে একজন গ্রেট আরেকজন গ্রেটের কাঁধে ভর করে উপরে ওঠেন। এটা হতে পারে মেসি ম্যারাডোনার কাঁধে, ম্যাগনাস কার্লসন গ্যারি ক্যাসপারভের বা শচীনের কাঁধে কোহলি। সম্ভবত বিশ্বের সেরা বিষয়টি উপযুক্ত প্রশংসার উপর নির্ভর করে।

ভারত-শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন কোহলি। যখন ৮২ রানে, একবার আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৪৭ বলে ৫০ করার পর ৮০ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। সেখান থেকে ১৫০-এ পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ২১ বল।