চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খাগড়াছড়িতে ভবন ধসে নিহত ১, আহত ৫

আজহার হীরা: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন এনএক্স ভবনের বারান্দার ছাদ ঢালাইকালে ধসে পড়ে ১ জন শ্রমিক নিহত ও আরো ৫ শ্রমিক আহত হয়েছে। উদ্ধারকারীদের ধারণা ধংসস্তুপে আরো ২/৩জন শ্রমিক আটকা থাকতে পারেন।

শনিবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ধংসস্তুপে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ শুরু করেছে।

নিহত শ্রমিকের নাম মো: সাজ্জাদ হোসেন (২০)। নিহত সাজ্জাদের বাড়ি জেলা সদরের কলেজগেইট এলাকায়। তার বাবা মো: আমিন টিউবওয়েল মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বর্ধিত নির্মানাধীন ভবনটির বারান্দার ঢালাইয়ের কাজ করছিলেন ২২ জন শ্রমিক। হঠাৎ সেটি ধসে পড়লে শ্রমিকরা ছুটোছুটি করেন। ধসে পড়া নির্মানাধীন ছাদের চাপা পড়ে ৫ জন গুরুতর আহত হন। এবং মো: সাজ্জাদ হোসেন (২০) নামে এক শ্রমিক নিহত হয়। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে ক্যান্টিলিবারটি ভেঙ্গে পড়েছে তা কেউ বলতে পারেননি। কাজটির ঠিকাদারী প্রতিষ্ঠান কে তাও কেউ জানাতে পারেনি।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ধংসস্তুপে আরও কেউ আছেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, এক্ষেত্রে কারো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।