চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আজ সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা

জয়সালমিরের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের হাভেলিতে এখন চলছে কিয়ারা-সিদ্ধার্থের হলুদের অনুষ্ঠান। বিকাল থেকে সন্ধ্যার মাঝে কোনো এক সময় সূর্যগড় প্রাসাদের বাউডিতে সাতপাকে বাঁধা পড়বেন তারা।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের ছবি দেখার অপেক্ষায় আছে ভক্তরা। আর তাই পাপারাজ্জিরাও ছবি প্রকাশের চেষ্টা করেই চলেছেন। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও আজ ভোরে ফাঁস হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার হলুদের অনুষ্ঠানের অন্দরসজ্জার ভিডিও।

ভিডিও ফাঁসের পরে আরও সচেতন হয়ে গেছেন প্রহরীরা। তারা অতিথিদের সকলের মোবাইল ফোন একটি ব্যাগে ভরে দিচ্ছেন যেন কেউ ছবি তুলতে কিংবা ভিডিও করতে না পারে।

গতকাল হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার সংগীতের অনুষ্ঠান। শুরু হয়েছে রাত ১১টায়, চলেছে ভোর ৫টা পর্যন্ত। জানা গেছে হবু বর-কনে সহ অতিথিরা মন খুলে নেচেছেন সেখানে।

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে থাকছে ১০টি দেশের ১০০টিরও বেশি খাবার। অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকছে আরও নানা পরিবেশনা।

১২ ফেব্রুয়ারি মুম্বাইতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের আয়োজন করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Labaid
BSH
Bellow Post-Green View