আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান অবস্থায় বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আর কোনো সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায় রয়েছে। আর সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।
বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বদান্যতা দেখিয়ে একবার শাস্তি মওকুফ করেছেন। আর নতুন করে আইনগতভাবে প্রধানমন্ত্রী ক্ষমা করতে পারবেন না।
তিনি বলেন, চিকিসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো পুরোটাই আদালতের বিষয়। এখানে রাজনীতির সুযোগ নেই।

আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সংবাদ সম্মেলনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তুলনা করেছেন। শেখ হাসিনা ২০০৮ নিঃশর্ত জামিনে ছিলেন বলেই বিদেশে চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেয়া হয়নি।
বিজ্ঞাপন