চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাঁচবিবিতে উৎসবের আমেজে করম পূজা অনুষ্ঠিত 

শফিউল বারী রাসেল, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পুজোৎসব অনুষ্ঠিত হয়েছে।
ভাদ্র মাসের পাঁচশত একাদ্বশী তিথিতে আদিবাসী পল্লীগুলোতে করম গাছের ডাল-কাণ্ড দিয়ে মন্দির নির্মাণ করে নারী-পুরুষরা পাঁচদিন ব্যাপী উপোস শেষে মন্ত্রপাঠ ও নাচ-গানের মধ্যদিয়ে মঙ্গলবার সন্ধ্যারাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার কাঁশপুর এলাকার আদিবাসীরা করম পুজার এ উদযাপন করেন।
দিনরাত প্রখর রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠেঘাটে খেটে খাওয়া সোনার মানুষগুলোর মধ্যে করম পুজার উৎসবকে ঘিরে আনন্দের আমেজ বইছে। দলবেঁধে ছোট-বড় আদিবাসী নারী-পুরুষ মন্দিরের চারপাশে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে নাচ-গান করছেন।
কাঁশপুর করম পুজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্র মাহাতো বলেন, করোনার জন্য ২’বছর আমরা পুজা করতে পারি নি। দীর্ঘদিন পর করম পুজা অনুষ্ঠিত হওয়ায় সবাই এবছর বেশি বেশি আনন্দ উৎসব করছি।
কাঁশপুর করম পুজা উদযাপন কমিটির সাধারণ  সম্পাদক শ্রীনাথ চন্দ্র মাহাতো বলেন, পুজার অনুষ্ঠানে যাতে কোন অঘটন না ঘটে সেজন্য সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত আনসার ও থানা পুলিশ নজরদারি করেছে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব করম পুজার উৎসব পরিদর্শন করে আদিবাসী নেতাদের উদ্যেশ্যে বলেন, সামনের বছর উপজেলায় বসবাস করা সকল আদিবাসীদের অংশগ্রহণে এবং সকলের সহযোগিতায় করম পুজার আয়োজন পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে করার সার্বিক চেষ্টা ও সহযোগিতা করা হবে।