চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবির ছাত্রী হলে চুরি, আতঙ্কে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক ছাত্রী হলে ঢুকে ১১’শ টাকা চুরি ও ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার ৭ই মার্চ ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় হলের ওয়ার্ডেন রনি বসাককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে হলের ১২৬ নম্বর কক্ষে জানালার কাছে দাঁড়িয়ে একজন লোক অনেকক্ষণ ধরে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ছাত্রীদের জড়ো হওয়া দেখে পালিয়ে যান ওই ব্যক্তি। এসময় ১১৫ নম্বর কক্ষে একটি চিকন বাঁশ ঢুকিয়ে মানিব্যাগ নেওয়ার চেষ্টা করে। পরে রুমের শিক্ষার্থীদের চিৎকারের সাথে সাথে ওই ব্যক্তিও পালিয়ে যায়।

এছাড়া ওইরাতে হলের এক ছাত্রীর ৫০০ টাকা ও আরেক ছাত্রীর ৬০০ টাকা চুরি হয় বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের প্রাণিবিদ্যা বিভাগের এক ছাত্রী চ্যানেল আইকে বলেন, ‘ভোর সাড়ে ৫ টার দিকে আমাদের হলের ১১৫ নম্বর রুমে মেরামতহীন জানালা দিয়ে একটি বাঁশ প্রবেশ করিয়ে ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। এ অবস্থায়  জানালার পাশে থাকা আমার রুমমেটসহ বাকি রুমমেট এবং আমি চিৎকার করে উঠি। পরে জানতে পারি, হলে তখন চোর প্রবেশ করেছিল।’

তিনি আরও বলেন, ‘হলে আমরা আতঙ্কে আছি। জানালাটা দীর্ঘদিন যাবৎ নষ্ট আছে, হলকর্মীদের বিষয়টি জানানো হলেও জানালাটি উনারা মেরামত করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে এত বেখেয়াল কেন আমি বুঝি না। আমাদের নিরাপত্তা নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই।’

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্যই বিষয়টি ছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন। প্রায় ১১’শ টাকার মতো চুরি হয়েছে বলে শুনেছি। এছাড়াও ছাত্রীদের সাথে কথা বলে জানলাম তাদেরকে ওই ব্যক্তি অনেকক্ষণ ধরে গালিগালাজ করেছে৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে এর ব্যবস্থা নেয়া হবে।