কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে অভিনেতা জনি ডেপ তার মানহানির মামলার একজন অ্যাটর্নির সঙ্গে ডেট করছেন, যার নাম জোয়েল রিচ। সম্প্রতি শোনা গেছে সেই আইনজীবীর সঙ্গে আর সম্পর্ক নেই অভিনেতার।
জোয়েল রিচ ‘দ্য সান’ এর বিরুদ্ধে যুক্তরাজ্যের মানহানির মামলায় জনি ডেপের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। লন্ডন ভিত্তিক এই আইনজীবীর সঙ্গে বেশ কয়েকবার ক্যামেরাবন্দী হয়েছিলেন জনি ডেপ। তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলছে, এমনটাই জানিয়েছিল বেশ কয়েকটি গণমাধ্যম। তবে সম্পর্ক প্রকাশ্যে আনার আগেই এই জুটির প্রেম ভেঙে গেছে, এমনটাই জানিয়েছে পেজ সিক্স।
পেজ সিক্স-এ জনি ডেপের কাছের এক সূত্র জানিয়েছে, জোয়েল রিচের সঙ্গে সম্পর্ক ভেঙ্গেছেন জনি। তবে কেন এই সম্পর্ক ভেঙে গেছে তা জানা যায়নি।
অ্যাম্বারকে বিয়ে করে ভয়ংকর অভিজ্ঞতা হওয়ার পরে আবারও কারো সঙ্গে পাকাপোক্ত সম্পর্কে জড়াতে তিনি ভয় পাচ্ছেন কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলছেন ভক্তরা। জনি ডেপ আপাতত ক্যারিয়ার গোছাতে ব্যস্ত।

সূত্র: কইমই