চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধ করতে হবে: জয়া আহসান

দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’র বিরুদ্ধে মামলা এবং ‘শনিবার বিকেল’ ছবির মুক্তি আটকে রাখার ঘটনায় সরব শোবিজ অঙ্গন। প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন দেশের দেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। সেখানেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রশ্ন রাখেন, ‘শর্ত মেনে কি কোনো শিল্পকলা চলতে পারে?’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ‘হাওয়া’র বিরুদ্ধে মামলা ও ‘শনিবার বিকেল’ এর মুক্তি আটকে রাখার ঘটনার নিন্দা জানান নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

Bkash July

সম্মিলিত প্রতিবাদে অংশ নিয়ে জয়া আহসান বলেন,‘কোনো শিল্পকলা আসলেই কি কোনো শর্ত মেনে চলতে পারে? কোনো চলচ্চিত্র কি শর্তসাপেক্ষে তৈরি হতে পারে? তাহলে চলচ্চিত্র কেনো?’

‘হাওয়া’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, প্রাণ-প্রকৃতি নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি আরও বেশি কথা বলবো। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে? বন উজাড় হচ্ছে, দিনের পর দিন পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করছে- এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের এই চাপ কেনো? চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধ করতে হবে। সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না?’

Reneta June

সেন্সর বোর্ডে আটকে থাকা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ নিয়ে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে এখন কথা হচ্ছে। এটা নিয়ে আমরা অসুবিধার সম্মুখীন হচ্ছি। হলি আর্টিজানের ঘটনা কি আসলে ঘটেনি? ঘটেছে তো। সেগুলো নিয়ে লেখালেখি হয়েছে। কিছুদিন আগে এ নিয়ে উপন্যাসও রচনা হয়েছে। সেগুলো কি আমরা আটকাতে পেরেছি। চলচ্চিত্রের বেলা কেন এই অসুবিধা?

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, শম্পা রেজা, আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহমেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মম, আফরান নিশো সহ শিল্প-সংস্কৃতির অনেকে।

Labaid
BSH
Bellow Post-Green View