চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি’, বলিউড অভিজ্ঞতা জানালেন জয়া 

ঢালিউড-টলিউড জয় করে বলিউডেও পা রেখেছেন জয়া আহসান। ভারতে ‘করক সিং’ সিনেমার শুটিং শেষে অভিনেত্রী জয়া আহসান জানালেন, বলিউডে কাজ করে ‘অতুলনীয়’ অভিজ্ঞতা হয়েছে তার।

সামাজিক মাধ্যম ফেসবুকে জয়া লিখেছেন, ‘অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে দারুণ এক টিমের সাথে কাজ করতে পেরে আনন্দিত ও কৃতজ্ঞ। পঙ্কজ ত্রিপাঠিজির মতো শক্তিশালী অভিনেতা এবং অন্যদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। শিল্পীর শেখার কোনো সীমা নেই, প্রতিদিনই আমরা নতুন কিছু শিখি। এই ছবির শুটিং করা আমার জন্য ছিল অতুলনীয় অভিজ্ঞতা। আমার পাশে থাকার জন্য পুরো টিমকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও কাজ করার অপেক্ষায় থাকলাম।’

Bkash July

অনিরুদ্ধ রায় পরিচালিত সিনেমা ‘করক সিং’। ডিসেম্বর জুড়ে ভারতে চলেছে সিনেমাটির শুটিং।

Reneta June

জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও এ সিনেমায় আছেন অভিনেত্রী সানজানা সাঙ্ঘি, মালায়লাম সিনেমা ‘চার্লি’র অভিনেত্রী পার্বতী থিরুবথুসহ আরও অনেকে।

প্রযোজনা সংস্থা উইজ ফিল্মস এর ব্যানারে ‘করক সিং’ ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View