দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সুষ্ঠু ভোট হলে, এবার জাতীয় পার্টির নিরব ভোট বিপ্লব হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন করার মনোভাব লক্ষ্য করেছি।
আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।
আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির বৈঠকে আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সাথে কোন কথা হয়নি। আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নাই।
তিনি বলেন, গতকাল আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন রেখেছি।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করতে বলেছি আওয়ামী লীগ নেতাদের। তারা সহায়তায় আশ্বাস দিয়েছেন। তাদের বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছি। এবার প্রতিযোগিতামূলক নির্বাচন হবে আশা করি।








