অপেক্ষার প্রহর ফুরোচ্ছে, ঢাকার প্রেক্ষাগৃহে শুক্রবার (৮ অক্টোবর) থেকে দেখা যাবে জেমস বন্ড এর নতুন ছবি ‘নো টাইম টু ডাই’। এমনটাই জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। গেল সপ্তাহে যুক্তরাজ্যে মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলেছে সিনেমাটি। যা দেখতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের জেমস বন্ড ভক্তরাও! এবার আসছে সেই সুযোগ!
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে রাজধানীতে তাদের চারটি শাখাতেই দেখা যাবে ‘নো টাইম টু ডাই’। বসুন্ধরা সিনেপ্লেক্স, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার এবং মিরপুরের সনি সিনেপ্লেক্স এ বিভিন্ন সময়ে দেখা যাবে সিনেমাটি।


করোনাকালে দর্শক হারানো সিনেমা হলগুলোর প্রাণ ফিরিয়ে এনেছে ‘নো টাইম টু ডাই’। বিশ্বব্যাপী একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ‘নো টাইম টু ডাই’।
‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে।
ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।