চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশের শুরুর একাদশে চার পরিবর্তন

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে শুরুর একাদশে চার পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় শাকিল হোসেন এবং মজিবুর জনির জায়গায় মোহাম্মদ সোহেল রানাকে মাঠে নামিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় মাঠে নেমেছে বাংলাদেশ। টি-স্পোর্টস খেলা সরাসরি সম্প্রচার করছে। অনলাইনে খেলা দেখা যাচ্ছে টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা।
ডিফেন্ডার: শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারেক কাজী, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: মোহাম্মাদ হৃদয়, জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা। মোহাম্মদ সোহেল রানা।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View