চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, ফাইনালে গুজরাট

শিরোপার প্রতিপক্ষ ধোনির চেন্নাই

আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমন গিলের ৬০ বলে ১২৯ রানে বড় সংগ্রহ পেয়েছিল গুজরাট টাইটান্স। পরে বল হাতে মুম্বাই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন মোহিত শর্মা। শিকার করেছেন ৫ উইকেট। তার অনবদ্য বোলিংয়ে ৬২ রানের জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাতে টানা দ্বিতীয় আসরে ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট।

আহমেদাবাদে টস হেরে ব্যাটে নেমে শুভমন গিলের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩৩ রানের সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। জবাবে নেমে ১৮.২ ওভারে ১৭১ রানে থামে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। জয়ে রোববার আহমেদাবাদে ফাইনালে ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হবে গুজরাট।

গুজরাটের দেয়া লক্ষ্যে ব্যাটে নেমে ১৭ রানে দুই উইকেট হারায় মুম্বাই। তৃতীয় উইকেটের পতন হয় ৭২ রানে। ১৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে রশিদ খানের শিকার হন তিলক ভার্মা। ১১.২ ওভারে দলীয় ১২৪ রানে ফেরেন ক্যামেরন গ্রিন। ২০ বলে ৩০ করে যান। ১৪.৩ ওভারে দলীয় ১৫৫ রানে মোহিত শর্মার প্রথম শিকার হন সূর্যকুমার যাদব। ৩৮ বলে ৬১ রান করে ফেরেন সাজঘরে।

এরপর মোহিতের বলের সামনে দাঁড়াতে পারেননি কোনো ব্যাটার। একে একে তিনি ফেরান আরও চার ব্যাটারকে। শেষঅবধি ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে মুম্বাইয়ের ইনিংস।

২.২ ওভার বল করে ১০ রান খরচায় ৫ উইকেট নেন মোহিত শর্মা। রশিদ খান ও মোহাম্মদ শামি নিয়েছেন দুটি করে উইকেট। জশ লিটল নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট। প্রথম উইকেট জুটিতে আসে ৫৪ রান। ৬.২ ওভারে ১৬ বলে ১৮ রান করে ফেরেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেটে জুটিতে ১৩৮ রান তোলেন শুভমন গিল ও সাই সুদর্শন। ১৬.৫ ওভারে ১৯২ রানে ফেরেন গিল। ৬০ বলে ১২৯ রান করে, ৭ চার ও ১০ ছয়ে সাজান ইনিংস।

১৯তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে ফেরেন সাই সুদর্শন। ৩১ বলে ৪৩ রান করে। পরে হার্দিক পান্ডিয়া ও রশিদ খান মিলে শেষ করেন ইনিংস। গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৩৩ রান। হার্দিক অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রানে, রশিদ করেছেন ২ বলে ৫ রান।

মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাধওয়াল ও পিয়ূষ চাওলা।

Labaid
BSH
Bellow Post-Green View