চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গিলের ৬০ বলে ১২৯, গুজরাটের ২৩৩

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হেরেছিল গুজরাট টাইটান্স। গ্রুপপর্বে শীর্ষ দুইয়ে থাকায় ছিল আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইয়ের বিপক্ষে ঝড় তুলেছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে অনবদ্য ছিলেন শুভমন গিল। তার ৬০ বলে ১২৯ রানের ইনিংসে বোর্ডে ২৩৩ সংগ্রহ জমিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

আহমেদাবাদে টস জিতে গুজরাটকে ব্যাটে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২৩৩ সংগ্রহ করে গুজরাট টাইটান্স। ফাইনালে যেতে মুম্বাইয়ের প্রয়োজন ২৩৪ রান।

ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় গুজরাট। প্রথম উইকেট জুটিতে আসে ৫৪ রান। ৬.২ ওভারে ১৬ বলে ১৮ রান করে ফেরেন ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৮ রান তোলেন শুভমন গিল ও সাই সুদর্শন। ১৬.৫ ওভারে ১৯২ রানে ফেরেন গিল। ৬০ বলে ১২৯ রান করেন এ ওপেনার। ৭ চার ও ১০ ছয়ে সাজান ইনিংস।

১৯তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে ফেরেন সাই সুদর্শন। ব্যাট হাতে ৩১ বলে ৪৩ রান করেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রশিদ খান মিলে শেষ করেন ইনিংস।  গুজরাটের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৩৩ রান। হার্দিক অপরাজিত ছিলেন ১৩ বলে ২৮ রানে, রশিদ করেছেন ২ বলে ৫ রান।

মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাধওয়াল ও পিয়ূষ চাওলা।