
আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের ইনিংস শেষ হয় কোনো বাধা ছাড়াই। চেন্নাই ব্যাটে নামলে হানা দেয় বৃষ্টি। এরপর অপেক্ষাটা প্রায় আড়াই ঘণ্টার। অবশেষে মাঠে গড়ালো খেলা। বৃষ্টি বিঘ্নিত আইপিএলের ফাইনালে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ১৭১ রান।
শিরোপা নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে গুজরাট। দ্বিতীয় ইনিংসে চেন্নাই ব্যাটে নামার পরপরই হানা দেয় বৃষ্টি। চেন্নাই ব্যাটাররা ব্যাট করতে পারতে পারে মাত্র ৩ বল। বাংলাদেশ সময় রাত ১০টা ১৭ মিনিটে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী না হওয়ায় সময় বাড়ে অপেক্ষার। অবশেষে, বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটে গড়ায় খেলা।
সময় নষ্ট হওয়াতে ওভার কমানো হয়েছে ৫টি, কমানো হয়েছে ৪৪ রানও। অর্থাৎ, বৃষ্টি আইনে ১৫ ওভারে ১৭১ রান করতে হবে চেন্নাইয়ের। এক্ষেত্রে ৬ ওভার পাওয়ার প্লে কমে হয়েছে ৪ ওভার। আর গুজরাট বোলাররা একেকজন সর্বোচ্চ ৩ ওভার করে বল করতে পারবেন।