সমাজে সুষম বণ্টনের অভাবে বৈষম্য বাড়ছে
সুষম বন্টন ব্যবস্থার অভাবে সমাজে আয় বৈষম্য বাড়ছে বলে জানিয়ে বৈষম্য কমাতে বাজেটে সুষ্পষ্ট দিকনির্দেশনার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে গতিশীল করার তাগিদ দিয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ। রাজস্ব আদায়ে কর ব্যবস্থাপনার সংস্কারসহ সম্পদ কর আহরণের দিকে মনোযোগ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। করদাতারা মনে করছেন, জনগণের কষ্টের করের টাকা খেয়ে ফেলছে দুর্নীতি।