চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৫০ লাখ

এশিয়া কাপের পর বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যে টিকিটের বাজারে উন্মাতাল অবস্থা তৈরি হয়েছে। ম্যাচের উত্তেজনা টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে বহুগুণে। প্রতিটি টিকিট ৫০ লাখ রুপির বেশি দামে বিক্রি হচ্ছে, খবর বিশ্বআসরের আয়োজক ভারতীয় গণমাধ্যমে।

অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্রুপপর্বের ম্যাচে ১৪ অক্টোবর রোহিত শর্মার ভারত মুখোমুখি হবে বাবর আজমের পাকিস্তানের।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের সব উত্তেজনা আপাতত গিয়ে ঠেকেছে টিকিটের উপর। ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। শুরুর এক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। কিছু চলে যায় কর্পোরেট ব্যবসায়ীদের হাতে।

সেকেন্ডারি মার্কেটে অনলাইনের মাধ্যমে যারা টিকিট বিক্রি করছেন, তারাও হাঁকাচ্ছেন অসহনীয় দাম। অনলাইনে টিকিট বিক্রির একটি প্ল্যাটফর্ম ভায়াগোগো নামের প্রতিষ্ঠান সাউথ প্রিমিয়াম সেকশন-৩ এর টিকিট বিক্রি করছে সর্বনিম্ন ২১ লাখ রুপিতে।

ওই প্রতিষ্ঠানের কাছে আপার টায়ারের দুটি টিকিট বিক্রি বাকি ছিল। সেই প্রতিটি টিকিট ৫৭ লাখ রুপিতে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এত দামের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টিকিট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘কি হচ্ছে? বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৬৫ হাজার থেকে সাড়ে ৪ লাখ রুপিতে পৌঁছে গেছে। আরেকজন লিখেছেন দিনে-দুপুরে ডাকাতি করছে কর্পোরেট ব্যবসায়ীরা।’

মজার বিষয় হল, ভারত এবং অন্যান্য দেশের ম্যাচের টিকিটের দামও অত্যধিক চড়া। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের প্রতিটি টিকিট ৪১ হাজার থেকে ৩ লাখ রুপিতে বিক্রি হচ্ছে। ইংল্যান্ড এবং ভারতের ম্যাচের টিকিটও প্রায় আড়াই লাখ রুপিতে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View