কিপটে বোলিং দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি হংকং। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত।
বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ২৬ বলে ৬৮ রানের জড়ো ইনিংস খেলে মূল নায়ক সূর্যকুমার যাদব।
ভারতের বিপক্ষে প্রথমবার টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামা হংকং টস জিতে সিদ্ধান্ত নেয় বোলিং করার। পঞ্চম ওভারে প্রতিপক্ষ অধিনায়ককে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন আয়ুশ শুক্লা। ১৩ বলে ২১ রান করে রোহিত শর্মা কাটা পড়েন শুক্লার স্লোয়ারে।
দ্বিতীয় উইকেটে কেএল রাহুলের সাথে ৫৬ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৩৯ বলে ৩৬ রান করে রাহুল আউট হলে ভাঙে জুটি। চার নম্বরে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। সঙ্গ দিয়েছেন কোহলি।

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েছেন ৯৮ রানের জুটি। ৪৪ বলে ৫৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কোহলি।
হারুন আরশোদের শেষ ওভারে ৪ ছক্কায় ২৬ রান নিয়ে ভারতের স্কোরকে ১৯২তে টানেন যাদব। ডানহাতি ব্যাটারের আগ্রাসনে প্রথম দশ ওভারে মাত্র ৭০ রান করা দলটি শেষ ১০ ওভারে করেছে ১২২ রান।