চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে আবারও আন্দোলন শুরু করেছেন কৃষকরা

কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভাঙার অভিযোগে আবারও আন্দোলন শুরু করেছেন ভারতের কৃষকরা।

সোমবার শুধু দিল্লীর যন্তরমন্তরে জমায়েত হলেও মঙ্গলবার ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন কৃষকরা।

সরকার সব কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষকদের সব ঋণ মওকুফের যে নিশ্চয়তা দিয়েছিল, তা বাস্তবায়নের দাবি জানায় সংযুক্ত কৃষক মোর্চা।

সরকার কৃষি আইন বাতিলের দাবি মেনে নেওয়ায় এক বছর ধরে চলা বিক্ষোভ প্রত্যাহার করেছিলেন তারা। এর ৮ মাসের বেশি সময় পর সোমবার ৫ হাজারের বেশি কৃষক দিল্লির কেন্দ্রস্থলে জড়ো হন। মঙ্গলবারও বিক্ষোভ চলে।