চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইমরানের জন্য ঢাকায় দেশি-বিদেশি ভক্তদের মিলনমেলা

ইমরানের দেখা পেতে কলকাতা থেকে ভক্ত এলো ঢাকায়

সারাদেশে ছড়িয়ে আছে চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী ইমরান মাহমুদুলের হাজারও ভক্ত। সেই সব ভক্তরা আয়োজন করে মিলিত হলেন ঢাকায়। সোমবার দুপুরে ধানমন্ডির একটি কনভেনশন হলে ধুমধাম আয়োজনে পালিত সেই মিটআপ পার্টি! যেখানে ইমরান নিজেও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক ইমরান ভক্তরা ছুটে এসেছেন। এই আয়োজনে সবার নজর কাড়েন ইমরানের দুজন ভিনদেশী ভক্ত! একজন এসেছেন কলকাতা থেকে আরেকজন চীনের নাগরিক। তারা ইমরানকে প্রথম কাছে পেয়ে আবেগে ভাসেন, জড়িয়ে ধরে ছবি তোলেন।

উবাইদ উদ্দিন মোল্লা থাকেন কলকাতায়। তিনি নিয়মিত ইমরানের গান শোনেন। ফেসবুকে ইমরান ফ্যানস ক্লাব গ্রুপের সক্রিয় সদস্য। এই ফ্যান ক্লাবের উদ্যোগে মিটআপ অনুষ্ঠানে অংশ নিতে এবং ইমরানকে কাছ থেকে দেখতে রবিবার ঢাকায় এসেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

এর আগেও ঢাকা এসেছিলেন উদাইদ মোল্লা। ঢাকা থেকে দিনাজপুর গিয়েছিলেন। জানালেন, এবার ঢাকা এসেছেন শুধুই ইমরানের সঙ্গে দেখা করতে।

তিনি বলেন, কলকাতায় তার (ইমরান) অনেক ফ্যান আছে। তার গান নিয়মিত শুনি, ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করি। তার রোমান্টিক ও স্যাড গানগুলো আমার ভিতরের কথা বলে। তিনি ভালো মিউজিক করেন। তার ভয়েসও ইউনিক লাগে। খুব নার্ভাস লাগছে। তাকে এত পছন্দ করি যে প্রথমবার কাছে পেয়ে ছুঁয়ে দেখে ইমোশনাল হয়ে যাচ্ছি।

ইমরানের আরেক নারী ভক্ত চীনের নাগরিক। তার নাম ফ্যাসটিনা লি, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তার মা ঢাকায় চাকরী করেন। ছোট থেকে তিনি ঢাকায় থাকেন। ঢাকায় থেকে ইমরানের গান শুনে তার ভক্ত হয়েছেন। তিনিও এসেছিলেন ইমরানের সঙ্গে দেখা করতে।

এসে চ্যানেল আই অনলাইনকে বলেন, অনেক বছর আগে ইমরানের ভয়েস শুনে এবং সুরের মুগ্ধ আমি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই ইমরানের একটি গান কানে আসে। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি কে এই সিঙ্গার! ফাইনালি জানতে পারি সে ইমরান। শুরু থেকে আজ পর্যন্ত তার সবগুলো গান আমি শুনেছি।

ফ্যাসটিনা লি আরও বলেন, আমি ছোট থেকে ঢাকায় থাকি। বাংলায় ভালো করে কথা বলতে পারি না, কিন্তু বাংলা ভাষা অল্প অল্প বুঝি।

নাটোর, কুড়িগ্রাম, শেরপুর, চট্টগ্রাম, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেটসহ দেশের প্রায় সব জেলা থেকে দু-একজন করে ভক্ত ইমরানের সঙ্গে দেখা করতে আসেন। বহু নারী ভক্তও এসেছেন। ইমরানের জন্য কেউ কেউ চকলেট, খাবার বা পোশাক উপহার নিয়ে এসেছেন।

তাদের পেয়ে ইমরান নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেন। আবদার মেটাতে সবার সঙ্গে ছবি তোলেন এবং প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন।

চ্যানেল আই অনলাইনকে ইমরান বলেন, চায়নার একজন এবং কলকাতার একজনকে দেখলাম ভালোবাসা জানাতে এসেছে। আমি তাদের এই পাগলামি দেখে কিছু বলার ভাষা পাচ্ছি না। তাছাড়া অন্য জায়গা থেকে যারা এসেছেন কনসার্টে তাদের সাথে দেখা হলেও সময় দেয়ার পরিস্থিতি থাকে না। এই  গেট-টুগেদার আসলে তাদের জন্যই। তাদের ভালোবাসায় আজ আমি ইমরান হয়েছি। আমি সবসময় আমার এসব দর্শক শ্রোতাদের কাছে কৃতজ্ঞ থাকি।