চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক, ট্রাক চালক ও শ্রমিকদের আড়াই ঘন্টা বৈঠকের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৮ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন সাত আমদানিকারক।

মঙ্গলবার (৬ জুন) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও স্বাভাবিক হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

গত রোববার সহকর্মীকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রাখেন ভারতীয় ট্রাক চালকরা। এতে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। বাংলাদেশে প্রবেশের বিষয়ে ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভালোভাবে থাকা-খাওয়া এবং নিরাপদে চলাচলসহ ৮ দফা দাবি পেশ করা হয় অনুষ্ঠিত ওই বৈঠকে।

অন্যদিকে মাদক নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, পোর্টের মধ্যবর্তি স্থানেই অবস্থানসহ ৬ দফা দাবি পেশ করেন বাংলাদেশ পোর্ট শ্রমিকরা।

বাংলাদেশ আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সিএন্ডএফ এর সভাপতি আবদুর রহমান রিপন ও বাংলাদেশ পোর্ট ট্রাক মালিক গ্রুপের সভাপতি শাহীনুর ইসলাম শাহীন এবং ভারতের পক্ষে রপ্তানিকারক গ্রুপের সভাপতি অশোক জোয়াদ্দার,সহ-সভাপতি আলা নন্দনসহ মোট ৬০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।