চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে আইএমএফ

KSRM

পাকিস্তানের সাথে আগামী জুন মাসে অর্থনৈতিক কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনায় বসার পরিকল্পরা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ মিশন প্রধান নাথান পোর্টার জানিয়েছেন, এই বিষয়ে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে আইএমএফ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

Bkash July

ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ক্ষেত্রে ৬ দশমিক ৫ বিলিয়ন আইএমএফ প্যাকেজের অংশ হিসাবে অর্থ সংকটে পড়া দক্ষিণ এশীয় দেশটির জন্য ১ দশমিক ১ বিলিয়ন অর্থায়ন দেয়া হবে। গত নভেম্বর মাস অভ্যন্তরীণ কর্মকর্তাদের চুক্তি হওয়ার কথা থাকলেও ১০০ দিন পার হলেও কোনো অগ্রগতি নেই। ২০০৮ সাল থেকে এমন বিলম্বে ঝুলে আছে এই চুক্তি।

আইএমএফ মিশন প্রধান নাথান পোর্টার বলেছেন, আলোচনা এবং চুক্তি সংক্রান্ত বিষয় মীমাংসা হলে পাকিস্তানকে ঋণ অনুমোদন দেবে আইএমএফ। আইএমএফ এখন বৈদেশিক মুদ্রার সঠিক বাজারের কার্যকারিতা, এফওইয়াই২৪ বাজেট বাস এবং পর্যাপ্ত অর্থায়নের উপর গুরুত্ব দেবে।

Reneta June

রোববার (২৮ মে) পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান তার বাজেটের বিবরণ, আইএমএফ এর সাথে আলোচনা করবে। পাকিস্তান চায় আইএমএফ তার বাজেটের আগে ৯ম পর্যালোচনাটি পরিষ্কার করুক, যা জুনের শুরুতে উপস্থাপন করার কথা রয়েছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী জিও টিভির এক সাক্ষাৎকারে বলেন,’আইএমএফ ঋণ দিতে কিছু শর্ত রেখেছে,আমরা তাও দিতে প্রস্তুত। তারা আমাদের বাজেটের বিবরণ চেয়েছে, আমরা তাদের দেব।’

অন্যদিকে আইএমএফ মিশন প্রধান নাথান পোর্টার বলেছেন, “বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পাকিস্তানের জন্য শক্তিশালী এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য টেকসই নীতি প্রয়োজন। যদিও আইএমএফ দেশীয় রাজনীতির বিষয়ে মন্তব্য করে না কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে সংবিধান ও আইনের শাসনের সাথে সামঞ্জস্য রেখে একটি শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা যাবে বলে আশা করা যাচ্ছে।”

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View